বিগ বসের মতো শো আয়োজন করতেন ধর্ষক রাম রহিম
দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত ভারতের হরিয়ানা রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠান ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং বিগ বসের মতো শোর আয়োজন করতেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন রহিমের পালিত মেয়ে হানিপ্রীত ইনসানের সাবেক স্বামী বিশ্বাস গুপ্ত।
‘বিগ বস’ ভারতীয় একটি রিয়েলিটি শো। এই শোর প্রয়োজনে অংশগ্রহণকারী নারী-পুরুষদের অন্তরঙ্গ কিছু মুহূর্তে অংশ নিতে হয়।
রাম রহিমের সাজা ঘোষণার পর একটি বিমানে করে তাঁকে হরিয়ানার রোহতক কারাগারে নেওয়া হয়। সেখানে তাঁর পাশে ছিলেন হানিপ্রীত। এরপর থেকেই পলাতক এই নারী।
রাম রহিমের সাজা ঘোষণার পর থেকেই হানিপ্রীতকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি পালিয়ে বিদেশে যেতে পারেন।
এমন বাস্তবতায় গতকাল বিশ্বাস গুপ্ত সাংবাদিকদের বলেন, তাঁর সাবেক স্ত্রী রাম রহিমের পালিত মেয়ে নয়। তিনি বলেন, ‘আইনিভাবে কোনো দত্তক নেওয়া হয়নি…সবই মিথ্যা।’
হানিপ্রীতের সাবেক স্বামী বলেন, ‘আমাদের দিয়ে নিজ গুহায় বিগ বসের মতো একটি শোর আয়োজন করেন রাম রহিম। ছয়টি জুটি সেখানে ২৮ দিন ছিল।’
বিশ্বাস গুপ্ত মনে করছেন, কারাগারে থাকলেও ডেরাপ্রধানের প্রভাব এখনো অনেক বেশি। তাঁর বিরুদ্ধে কথা বলার জন্য তিনি (বিশ্বাস) খুন হতে পারেন।
গত ২৮ আগস্ট হরিয়ানা রাজ্যের পঞ্চকুলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) একটি বিশেষ আদালত ৫০ বছর বয়সী রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেন। এর পর থেকে রোহতকের সোনারিয়া কারাগারে আছেন ডেরা সাচ্চা সৌদার প্রধান।