লাস ভেগাসে হামলাকারী অসুস্থ, উন্মাদ : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লাস ভেগাসে হামলাকারী একজন অসুস্থ, উন্মাদ ব্যক্তি ছিলেন। মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি এ কথা বলেন।
গত রোববার স্টিফেন প্যাডক (৬৪) এক ব্যক্তি কনসার্টে অংশগ্রহণকারী লোকজনের হামলা নির্বিচার গুলি চালায়। এতে ৫৯ জন নিহত এবং ৫২৭ জন আহত হয়।
হামলাকারী স্টিফেন পার্শ্ববর্তী মান্দালয় বে হোটেলে অবস্থান নিয়েছেন। সেখান থেকেই তিনি উন্মুক্ত কনসার্টে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলা চালান। পুলিশ জানিয়েছে, হামলাকারী যে কক্ষে অবস্থান নিয়েছিলেন সেখান থেকে ২৩ আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।
পুলিশ যাওয়ার আগেই হামলাকারী প্যাডক তার কক্ষে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে তিনি কোনো অপরাধে জড়িত ছিলেন না বলেও পুলিশ জানিয়েছে।
ঘূর্ণিঝড় কবলিত পুয়ের্তো রিকোর উদ্দেশে যাওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘প্যাডক অসুস্থ, উন্মাদ লোক। তার অনেক সমস্যা, আমার মনে হয় আমরা তার ব্যাপারে অত্যন্ত গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করছি।’ এটা অভ্যন্তরীণ কোনো সন্ত্রাসী হামলা কিনা জানতে চাইলে ট্রাম্প এর কোনো উত্তর দেননি।
আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে প্রেসিডেন্ট বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমরা অস্ত্র আইন নিয়ে কথা বলব।’
লাস ভেগাসে হামরার পর আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তাদের বার্তা সংস্থা আমাকে জানায়, হামলাকারী স্টিফেন প্যাডক তাদের সদস্য ছিলেন। কয়েক মাস আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) বলেছে, লাস ভেগাসে হামলার সঙ্গে তারা আইএসের কোনো সম্পৃক্ততা পায়নি।