গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত
গাজীপুর সিটি করপোরেশনের ভাদুন এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত কামরুল ইসলাম কামু টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
গাজীপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ডেরিক স্টিফেন কুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের একটি দল কালীগঞ্জ উপজলার উলুখোলা এলাকায় মাদক উদ্ধারের অভিযানে যায়। কামুকে চার হাজার ইয়াবা ও গাড়িসহ গ্রেপ্তার করা হয়। পরে কালীগঞ্জ থানায় মামলা করে জেলা গোয়েন্দা অফিসে নিয়ে যাওয়ার পথে ভাদুন এলাকায় কামুর সহযোগীরা পুলিশের গাড়িতে হামলা এবং গুলি চালায়। এ সময় কামু পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার সময় তাঁর সহযোগীদের গুলিতে উপপরিদর্শক (এসআই) কাদেরসহ চারজন পুলিশ ও কামু আহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ কামুকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত কামুর বিরুদ্ধে হত্যা ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৪-১৫টি মামলা রয়েছে বলে জানান তিনি।