‘শেখ হাসিনার সরকারই তদন্তের জন্য যথেষ্ট’
কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনা তদন্তের জন্য সরকারই যথেষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি এ নিয়ে কাউকে মাথা না ঘামানোর আহ্বান জানান।
আজ মঙ্গলবার জাতীয় জাদুঘর মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি সেমিনারটির আয়োজন করে।
একরাম নিহতের ঘটনার তদন্ত শুরু হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অভিযুক্ত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘এই যে একরামের বিরুদ্ধে তদন্ত হচ্ছে কক্সবাজারে, যেইটা যেইটা অভিযোগ আসছে বাংলাদেশে শেখ হাসিনার সরকারই তদন্তের জন্য যথেষ্ট। অন্য কারো মাথা ঘামাতে হবে না। এই অভিযানে যদি কোনো নিরীহ মানুষ টার্গেট হয়, যারা দোষী তারা রেহাই পাবে না। তাদেরও বিচার হবে। আর আপনাদের মধ্যে কে কোথায় আছেন, কে রাঘব বোয়াল আর কে চুনোপুটি খোঁজা হচ্ছে। খোঁজা হচ্ছে মাদক ব্যবসার সঙ্গে কারা জড়িত।’
বর্তমান ও আগামী প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে আওয়ামী লীগ সরকার প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে।
সংবিধান ও গণতন্ত্র কারো জন্য অপেক্ষা করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির জন্য নির্বাচন থেমে থাকবে না।
ওবায়দুল কাদের সমালোচনা করেন বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা তুলে নেওয়ার বিষয়ে। বিএনপি বিচার বিভাগ মানে না বলেই, খালেদা জিয়ার জামিন না হওয়ায় আওয়ামী লীগকে দোষারোপ করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।
গত ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালীপাড়া এলাকায় কথিত বন্দুকযুদ্ধে টেকনাফ কায়ুকখালীপাড়ার আবদুস সাত্তারের ছেলে একরামুল হক (৪৬) নিহত হন। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি।