‘রামোসের কথা নির্বোধের মতো’
এবারের মৌসুমে ইংলিশ ক্লাব লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৩তম বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে নিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ফাইনাল ম্যাচ নিয়ে কম বিতর্ক, আলোচনা-সমালোচনা হয়নি। ওই ম্যাচে মিসরের তারকা মোহামেদ সালাহকে বাজেভাবে ফাউল করে সমালোচনার শিকার হন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। লিভারপুল গোলরক্ষক লরিস কারিয়াসকেও ফাউল করেন তিনি। এ জন্য ইংলিশ ক্লাবটি স্বভাবসুলভ খেলা উপহার দিতে পারেনি বলেও গুজব ছড়ায়। অবশ্য ফাইনাল ম্যাচ নিয়ে বেফাঁস মন্তব্যও করেন রামোস। তাঁর কথার প্রতিউত্তরে লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো রামোসকে ‘নির্বোধ’ বলে অভিহিত করেন।
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচে সালাহকে ফাউল করার কারণে সমালোচনার শিকার হন রামোস। এমনকি সালাহকে ইনজুরির কারণে মাঠ থেকে খেলা অসমাপ্ত রেখে চলে যেতে হয়। সালাহ ও কারিয়াসকে ফাউল করার কারণে লিভারপুল তাদের স্বভাবসুলভ খেলা খেলতে পারেনি, এমন অভিযোগে বেশ খেপে যান রামোস। ক্ষুব্ধ এই স্প্যানিশ তারকা বলেন, ‘সালাহ ও কারিয়াসের ঘটনার পর আমার মনে হচ্ছে ফিরমিনোর গায়ে আমার ঘামের ফোঁটা পড়েছিল, যার কারণে সে ছন্দে ছিল না।’
রামোসের এমন তির্যক মন্তব্যের পর ফিরমিনো বলেন, ‘আমার মনে হয়, আমার কোনো মন্তব্য না করাই ভালো। তাঁর দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, কারণ সে চ্যাম্পিয়ন। তবে সে যা বলেছে, তা নির্বোধের মতো কথা। যা-ই হোক, এটা ব্যাপার না।’