পিপিপি ব্যবস্থা কার্যকর করার আহ্বান এফবিসিসিআইয়ের
অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারি বা পিপিপি ব্যবস্থা কার্যকর করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এসব জানান এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। এফবিসিসিআইয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানাবে এফবিসিসিআই।
এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘বিদ্যুৎ-জ্বালানি ও যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের বিষয়ে বাজেট যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা সঠিক ভাবে বাস্তবায়িত হলে নিসন্দেহে বিনিয়োগ, শিল্পায়ন এবং কর্মসংস্থানের প্রক্রিয়া গতিশীল করবে। তবে এ সকল অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি ব্যবস্থা কার্যকর করার উদ্যোগ নেওয়ার জন্য আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি।’
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান বলেন, ‘দুইটা সেগমেন্টে করপোরেট ট্যাক্সটা কমানো হয়েছে।’
আবুল কাসেম আরো বলেন, ‘ব্যাংকিং খাত ও আর্থিক খাতের ওপর ট্যাক্সটা কমিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। তার পরও আমি সরকারেরকে অনুরোধ করব অন্য যে সেক্টরগুলিকেও যদি ওনারা দুই দশমিক পাঁচ পারসেন্ট কমান, এটা আমাদের জন্য ভালো হবে।’
আজ বৃহস্পতিবার চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের এটাই শেষ বাজেট। গত অর্থবছরের বাজেট ছিল চার লাখ ২৬৬ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে দুপুর ১২টা ৫৩ মিনিটে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। তাঁর বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ।’