সালাহকে ছাড়াই উরুগুয়ের মোকাবিলায় মিসর
আজ দুপুর পর্যন্তও খুব একটা অনিশ্চয়তা ছিল না, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেন মোহাম্মদ সালাহ। গতকাল শুক্রবার সুখবর দিয়েছিলেন মিসরের কোচ হেক্টর কুপার, সালাহ পুরোপুরি সুস্থ প্রথম ম্যাচে খেলতে পারবেন। শেষ পর্যন্ত হতাশ হতেই হলো সালাহ ভক্তদের, নিজেদের প্রথম ম্যাচের প্রথম একাদশে নেই এই লিভারপুল তারকা।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে কিয়েভের সেই ফাইনালে সার্জিও রামোসের ট্যাকলে কাঁধের ওপর ভর দিয়ে মাটিতে পড়ে যান সালাহ। বিশ্বকাপ নিয়ে সংশয় থাকলে মিসরীয় ফুটবল ফেডারেশন জানিয়েছিল তিন সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে রাশিয়ার মাঠে দেখা যাবে সালাহকে।
মিসর একাদশ : আহমেদ ফাতহি, আলী গাবর, মোহামেদ এল-শেনাউবি, আহমেদ হেগাজি, মোহামেদ আবদেল-শাফি, মোহামেদ এলনেনি, তারেক হামেদ, আমর ওয়ারদা, আবদুল্লাহ সাইদ, ত্রেজেগে, মারওয়ান মোহসেন।