নকআউটের দিকে বড় ধাপ ব্রাজিলের
সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এবারের বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। আজ কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও সেলেসাওরা জয় পাবে কিনা, তা নিয়ে শুরু হয়েছিল ঘোর সংশয়। নির্ধারিত ৯০ মিনিট কেটেছিল গোলশূণ্যভাবে। যোগ করা অতিরিক্ত সময়ের শুরুতেই দুর্দান্ত এক গোল করে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন ফেলিপে কুতিনহো। চাপমুক্ত হয়ে শেষপর্যায়ে গোলের দেখা পেয়েছেন ব্রাজিলের তারকা নেইমারও। ২-০ গোলের জয় দিয়ে নক আউট পর্বের পথে বড় একটা ধাপ দিয়েছে ব্রাজিল।
ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বিশ্বকাপের শুরুতেই হয়েছে টালমাটাল। প্রথম ম্যাচে ব্রাজিলের মতো তারাও শুরু করেছিল ড্র দিয়ে। ১-১ ব্যবধানে ম্যাচ শেষ করেছিল আইসল্যান্ডের বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর গ্রুপ পর্ব থেকেই বিদায়ের আশঙ্কা ভর করেছে লিওনেল মেসির আর্জেন্টিনায়।
আজ কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল খুব দুর্দান্ত নৈপুণ্য দেখালেও গোলের দেখা পাচ্ছিল না কিছুতেই। ৯০ মিনিট গোলশূণ্য থাকার পর অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন যে, পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হচ্ছে ব্রাজিলকে। সেটা হলে আর্জেন্টিনার মতো ব্রাজিলের ভক্ত-সমর্থকদেরও চিন্তা করতে হতো গ্রুপ পর্ব পেরোনোর জটিল হিসাব-নিকাশের কথা।
শেষপর্যন্ত অবশ্য তেমনটা হয়নি। কুতিনহো-নেইমারের গোলে ভালোভাবেই শেষ করেছে ব্রাজিল। বড় একটা ধাপ দিয়েছে নকআউট পর্বের দিকে। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিলই এখন আছে ‘ই’ গ্রুপের শীর্ষে। দ্বিতীয় স্থানে থেকে নকআউট পর্বের স্বপ্ন দেখছে সার্বিয়া। এক ম্যাচে এক জয় নিয়ে তাদের ঘরে জমা হয়েছে ৩ পয়েন্ট। ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সুইজারল্যান্ড। আর টানা দুই ম্যাচ হেরে বিদায় অনেকখানিই নিশ্চিত হয়ে গেছে কোস্টারিকার।