সার্বিয়ার বিপক্ষে অপরিবর্তিত ব্রাজিল দল
কোস্টারিকার বিপক্ষে কষ্টের এক জয় দিয়ে ব্রাজিল পেয়েছিল এবারের বিশ্বকাপের প্রথম সাফল্য। সার্বিয়ার বিপক্ষে আজ রাতের ম্যাচে অবশ্য সেই পুরোনো শিষ্যদের ওপরই ভরসা করছেন কোচ তিতে। জানিয়েছেন কোনো প্রকার পরিবর্তন ছাড়াই মাঠে নামবে ব্রাজিল দল।
সার্বিয়ান ফুটবলারদের বিপক্ষে একটা জায়গায় অবশ্য পিছিয়ে থেকেই মাঠে নামছে ব্রাজিল। দুই দলের পার্থক্যের জায়গাটা হচ্ছে উচ্চতা। সার্বিয়ার খেলোয়াড়দের গড় উচ্চতা যেখানে ১৮৬ সে.মি সেখানে ব্রাজিল দলের গড় উচ্চতা ১৭৯ সে.মি।
মাঠে নামার আগে তাই উঁচু পাসগুলো নিয়ে ভাবতেই হচ্ছে হলুদ শিবিরকে। তাঁর উপর সুইসদের বিপক্ষে হজম করা গোলটাও এসেছে হেড থেকেই।
অবশ্য চ্যালেঞ্জটা নিচ্ছেন তিতে। দলে আনছেন না কোনো পরিবর্তন। তবে প্রথম দুই ম্যাচের মতো আবারও পাল্টাচ্ছে পাঁচবারের শিরোপাজয়ীদের অধিনায়ক। ডিফেন্ডার মিরান্ডার হাতে দেখা মিলবে ব্রাজিল দলপতির আর্মব্যান্ড।
সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করেছিল ব্রাজিল। ১-১ গোলের সেই ড্র ম্যাচের পরেরটাতে জয় পেয়েছিল তিতের দল তবে কোস্টারিকা ঝরিয়েছিল নেইমার-কৌতিনহোদের ঘাম।
গোল আসেনি ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত। পরে ইনজুরি টাইমের একদম শুরুর মিনিটেই ফিলিপে কৌতিনহো এবং শেষের মিনিটে (সপ্তম) গোল করেন নেইমার ডি সিলভা। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে জয় না আসলেও অন্তত ড্র করে এক পয়েন্ট নিতে পারলেই ব্রাজিল চলে যাবে পরের রাউন্ডে।
কোচ তো ভরসা করলেন আগের একাদশের ওপরেই। এখন দেখা যাক সেই আস্থার প্রতিদান কতটুকু দিতে পারে ব্রাজিল দল। আজ রাত ১২টায় স্পার্তাকে সার্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষেই জানা যাবে সেই উত্তর।