এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না : নোমান
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘আগামীতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। তবে এই সরকারের অধীনে নয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আমরা অংশ নেব। কারণ, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, তা প্রমাণিত।’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জিয়া আদর্শ একাডেমি আয়োজিত প্রতিবাদ সভায় নোমান এ মন্তব্য করেন।
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন, খুলনা ও গাজীপুর ভালো নির্বাচন হয়নি। ভুলত্রুটি হয়েছে। আগামী নির্বাচনগুলোতে সেই ভুলগুলো হবে না। মানে তিনি স্বীকার করেছেন নির্বাচন সুষ্ঠু হয়নি।’
আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘বর্তমান সরকার আজকে যেমন পুলিশ বাহিনী ব্যবহার করছে, তেমনি অতীতে এরশাদ ও আইয়ুব খানও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করেছে। কিন্তু তারা টিকতে পারেনি। এরাও টিকতে পারবে না। আমরা অগ্রযাত্রায় আছি আর সরকার যেখানে গিয়েছে, সেখান থেকে ফিরতে পারবে না। যারা আমাদের কারাগারে দিচ্ছে, তারা আগামীতে কারাগারে যাবে, এটা হলো ইতিহাসের নিয়ম। এই সরকারের জনগণের প্রতি কোনো আস্থা নেই। তাই তারা নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলার মাধ্যমে ক্ষমতায় থাকতে চাইছে।’
সংগঠনের সভাপতি মো. আজম খানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।