সিদ্দিকুরের সপ্তম হওয়ার হতাশা
প্রথম রাউন্ড শেষে ছিলেন যৌথভাবে শীর্ষে। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে দ্বিতীয় স্থানে থেকে হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা ধরে রাখার আশা বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু রোববার চতুর্থ ও শেষ রাউন্ডে একদমই ভালো করতে পারেননি সিদ্দিকুর রহমান। সপ্তম হয়ে হতাশা নিয়ে দিল্লি থেকে ফিরতে হচ্ছে বাংলাদেশের সেরা গলফারকে।
২০১৩ সালের নভেম্বরে ইন্ডিয়ান ওপেনেই ক্যারিয়ারের দ্বিতীয় এশিয়ান ট্যুর শিরোপা জিতেছিলেন সিদ্দিকুর। তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ১০ শট কম খেলে তৃতীয় শিরোপার স্বপ্ন দেখছিলেন। কিন্তু দিল্লি গলফ ক্লাব মাঠে শেষ দিনে জ্বলে উঠতে পারেননি। সব মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেললেও অনেক পিছিয়ে পড়েন তিনি।
একটা কথা ভেবে অবশ্য সান্ত্বনা পেতে পারেন সিদ্দিকুর। এ মাসেই মালয়েশিয়া ও থাইল্যান্ডে দুটো টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছিলেন তিনি। দিল্লিতে অত খারাপ পারফরম্যান্স হয়নি।