‘সেনা মোতায়েন হবে, তবে প্রতিটি কেন্দ্রে নয়’
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘নির্বাচনে সেনা মোতায়েন হবে।’ তিনি আরো বলেন, ‘প্রতিটি কেন্দ্রে সেনা মোতায়েন আমাদের পক্ষে সম্ভব হবে না।’
আজ শুক্রবার ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মাহবুব তালুকদার। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘সেনা মোতায়েন হবে। এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই সেনা মোতায়েন ছিল। এবার আমরা অতীতে সেনা মোতায়েনের ফলাফল বিশ্লেষণ করে এবার আমরা সেনাবাহিনীকে কীভাবে ব্যবহার করব সেটা আমরা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করব। এখনো সে আলোচনা হয়নি।’
মাহবুব তালুকদার আরো বলেন, ‘প্রতিটি কেন্দ্রে সেনা মোতায়েন আমাদের পক্ষে সম্ভব হবে না। কিন্তু সেনাবাহিনীকে আমরা যেভাবে রাখব তাতে কোনো একটা জায়গায় যদি আমরা মনে করি যে সেখানে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি দরকার তাহলে তারা যেন ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছাতে পারেন। এমন একটা অবস্থা আমরা তৈরী করব।’
নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা মনে করি সেনাবাহিনীর পার্টিসিপেশন আগের চেয়েও অনেক বাস্তবসম্মত হবে।’
মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচন তো একধাপ পেছানো হয়েছে। আর পেছানো সম্ভব হবে না। কারণ ১১/১২ জানুয়ারি বিশ্ব ইজতেমা দুইধাপে শুরু হবে এবং কতগুলো বাস্তব অসুবিধা আছে।’
মাহবুব তালুকদার আরো বলেন, ‘আবার কতগুলো প্রশাসনিক অসুবিধা আছে। সাংবিধানিক কিছু অসুবিধাও দেখা দিয়েছে। কাজেই নির্বাচন কমিশন ঘোষিত ৩০ ডিসেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই নির্বাচন কমিশনের ফাইনাল ডিসিশন।’
বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে মাহবুব তালুকদার বলেন, ‘বিএনপির মহাসচিবের সঙ্গে কথা হয়েছে। তাদের কাছে তালিকা চাওয়া হয়েছে। তালিকা দিলে পদক্ষেপ নেওয়া হবে।’
জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, র্যাব ও বিজিবি প্রতিনিধিসহ সকল রিটার্নিং কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।