ইংল্যান্ডের সান্ত্বনার জয়
বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ইংল্যান্ড সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরছে। শুক্রবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানিস্তানকে সহজেই ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নয় উইকেটে হারিয়েছে তারা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৩৬ ওভার ২ বলে ৭ উইকেটে ১১১ রান করার পর বৃষ্টি আর ব্যাট করতে দেয়নি আফগানদের। সর্বোচ্চ ৩০ রান এসেছে শফিকুল্লাহর ব্যাট থেকে। দুটি করে উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান ও রবি বোপারা।
বৃষ্টি থামার পর ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৫ ওভারে ১০১ রান। দুই ওপেনার অ্যালেক্স হেলস (৩৭) ও ইয়ান বেলের (অপরাজিত ৫২) দৃঢ়তা ৪১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় বিশ্বকাপের তিনবারের রানার্স-আপদের।
ছয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পঞ্চম দল হিসেবে বিশ্বকাপ শেষ করল ইংল্যান্ড। প্রথম বিশ্বকাপ খেলতে আসা আফগানিস্তান ফিরে যাচ্ছে শুধু স্কটল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ৩৬.২ ওভারে ১১১/৭ (আহমাদি ৭, মঙ্গল ৪, জাজাই ৬, জামাল ১৭, শেনওয়ারি ৭, শফিকুল্লাহ ৩০, নবী ১৬, নাজিবুল্লাহ ১২*, হাসান ০*; জর্ডান ২/১৩, বোপারা ২/৩১, অ্যান্ডারসন ১/১৮, ব্রড ১/১৮, ট্রেডওয়েল ১/২৫)
ইংল্যান্ড : ১৮.১ ওভারে ১০১/১ (হেলস ৩৭, বেল ৫২*, টেলর ৮*; হাসান ১/১৭)
ফল : ইংল্যান্ডে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নয় উইকেটে জয়ী
ম্যাচসেরা : ক্রিস জর্ডান।