হারলেও আমাদের অনেক প্রাপ্তি : সাকিব
প্রথমে মাহমুদউল্লাহর টানা দ্বিতীয় শতক। তারপর সাকিব আল হাসানের দুর্দান্ত স্পিনে চার উইকেট শিকার। শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে দারুণ লড়াই করল বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে তিন উইকেটে হেরে গেলেও এই ম্যাচ থেকে বাংলাদেশের প্রাপ্তি অনেক বলেই মনে করছেন অসুস্থ মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া সাকিব।
খেলা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমরা ম্যাচটা হেরেছি, এটা একটা নেতিবাচক ব্যাপার। কিন্তু একই সঙ্গে আমরা এখান থেকে অনেক ইতিবাচক জিনিস নিতে পারব। আমার মনে হয় এই ম্যাচে আমাদের জন্য অনেক ইতিবাচক বিষয় ছিল, যা কোয়ার্টার ফাইনালে অনেক কাজে লাগবে। সবার মধ্যে ভালো করার আত্মবিশ্বাস থাকলে অনেক কিছু করা সম্ভব।’
বাংলাদেশ কয়েকবার সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি। সাকিবের ধারণা, ৪৮তম ওভার ছিল ম্যাচের ‘টার্নিং পয়েন্ট’। ওই ওভারের দ্বিতীয় বলে নাসির হোসেন বিপজ্জনক হয়ে ওঠা কোরি অ্যান্ডারসনকে বোল্ড করলেও শেষ বলে ছক্কা মেরে ম্যাচটা নিজেদের দিকে নিয়ে যান ড্যানিয়েল ভেট্টরি। এ প্রসঙ্গে সাকিবের মন্তব্য, ‘কোরি অ্যান্ডারসনের বিদায়ের পর আমাদের জয়ের ভালো সুযোগ ছিল। কিন্তু ভেট্টরি নাসিরের বলে ছয় মেরে দেওয়ায় ম্যাচের মোড় ঘুরে গেছে। তবে আমরা পুরো ম্যাচেই ওদের চাপের মধ্যে রাখতে পেরেছি। প্রত্যেকে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে।’
বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা মাহমুদউল্লাহর প্রশংসা করে সাকিব বলেন, ‘বিশ্বকাপের শুরু থেকেই সে খুব ভালো খেলছে। এখন তো টুর্নামেন্টের সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায়ও আছে। আশা করি কোয়ার্টার ফাইনালেও এই ফর্ম ধরে রেখে সে ভালো ব্যাট করবে। সে অবশ্যই নিজেকে নিয়ে গর্ব করতে পারে। কিন্তু তার কাজ এখনো শেষ হয়নি। আমরা তার আরেকটি সেঞ্চুরির অপেক্ষায় আছি। সাঙ্গাকারা টানা চারটি শতক করতে পারলে মাহমুদউল্লাহ কেন পারবে না?’