শেষ হলো ‘ভোলা তো যায় না তারে’ ছবির শুটিং
দুটি গান শুটিংয়ের মধ্য দিয়ে গতকাল বুধবার, ১৮ মার্চ, শেষ হলো ‘ভোলা তো যায় না তারে’ ছবির শুটিং। গানের শুটিং শুরু হয় কক্সবাজারে গত ১৩ মার্চ। কথা ছিল কক্সবাজার ও বান্দরবানে চিত্রায়ন হবে গান দুটির। কিন্তু দেশের রাজনৈতিক অবস্থা খারাপ থাকায় বান্দরবানের শুটিংয়ের পরিকল্পনা বাদ দিয়ে কক্সবাজার ও সেন্ট মার্টিন ইনানি বিচে ছবির শুটিং করা হয়।
ছবির পরিচালক রফিক শিকদার বলেন, ‘এই গানের শুটিংয়ের মধ্য দিয়ে ছবির কাজ প্রায় শেষ। ২২ থেকে ২৩ মার্চ দুদিন ঢাকার উত্তরায় বাকি কিছু অংশ শুটিং করতে হবে। আশা করছি আগামী এপ্রিলেই সেন্সরে জমা দিতে পারব ছবিটি। ছাড়পত্র পাওয়ার পর পরই একটি ভালো দিন দেখে মুক্তি দেব ছবিটিকে।’
কক্সবাজারে একটি প্রেমের এবং একটি বিরহের গানের চিত্রায়ন হয়। গান দুটিতে অভিনয় করেছেন নিরব ও তানহা তাসনিয়া। গানের কিছু অংশের শুটিং হবে ঢাকার উত্তরায়।
শুটিং নিয়ে নায়িকা তানহা বলেন ‘বাংলাদেশের অনেক সুন্দর লোকেশনে আমরা শুটিং শেষ করলাম। আমি খুব এনজয় করেছি আবার অনেক কষ্টও করেছি। কক্সবাজারের বালি অনেক গরম, ওপরে সূর্যের তাপ, বিভিন্ন দিক থেকে আমাদের ওপর আলো ফেলা হচ্ছে। গরমে মনে হচ্ছিল সিদ্ধ হয়ে যাব। আজ ১৯ মার্চ আমরা ঢাকায় ফিরছি, আমাকে দেখে কেউ চিনতে পারবে না। একদম কালো হয়ে গেছি। তবে দর্শকদের জন্য এত কষ্ট করা, এই ছবির মাধ্যমে তাদের যদি এতটুকু আনন্দ দিতে পারি সব কষ্ট শেষ হয়ে যাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।’
ছবির পরিচালকের কাছ থেকে জানা গেল সোমেশ্বর অলির কথায় প্রেমের গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও সিথি সাহা। এ ছাড়া জনি হকের কথায় বিরহের গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও লিজা। ছবিটির শুটিংয়ের পাশাপাশি সম্পাদনার কাজও প্রায় শেষ হয়েছে। এখন চলছে ডাবিংয়ের কাজ। এপ্রিলের শেষের দিকে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে ছবিটি।