এবার নির্বাক চরিত্রে শাকিব খান
বাংলাদেশের চলচ্চিত্রে সুপারস্টার শাকিব খান ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেন সবসময়। আর এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন নির্বাক এক চরিত্রে। আগামী ঈদুল আজহায় এই ছবি মুক্তি দেওয়া হতে পারে। অবশ্য ছবির কাহিনী মাত্র লেখা হচ্ছে। চিত্রনাট্যের কাজ শেষ হলে আগামী ১৬ মে থেকে শুরু হবে শুটিং। আর ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন।
এনটিভি অনলাইনকে পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘হিরো দ্য সুপারস্টার, নাম্বার ওয়ান শাকিব খান- এ ধরনের ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছি। আগামী কোরবানির ঈদেও আমি তেমনই একটি ভালো গল্প নিয়ে কাজ করছি। ১৬ মার্চ থেকে আমাদের শুটিং শুরু করার কথা ছিল কিন্তু আমি এখনো চিত্রনাট্য শেষ করতে পারিনি, এখনো কাজ চলছে।’
শাকিবের শিডিউল পাওয়া অনেক কঠিন। দুই মাস পর কি তাকে পাওয়া যাবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার শিডিউল তো আগে থেকেই নেওয়া, এই মুহূর্তে আমি শুটিং করতে পারছি না বলে অন্য পরিচালকের সঙ্গে শিডিউল বদল করতে হয়েছে। এ পর্যন্ত আমার বেশির ভাগ ছবির হিরো শাকিব এবং প্রায় প্রতিটি ছবি সুপারহিট। এই কারণে শাকিবও আমার শিডিউলের দিকে আলাদা নজর রাখে।’
বাংলাদেশে যত ছবি মুক্তি পায় সেসবের বেশির ভাগই শাকিব অভিনীত, তো এই ছবিতে আলাদা কোনো চমক আছে কি না জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমি যেহেতু শাকিবকে নিয়ে কাজ করি তাই এই বিষয়ে খুব লক্ষ রাখি যে শাকিবকে কিভাবে উপস্থাপন করছি। এই ছবিতে দর্শকদের বড় চমক থাকবে শাকিব নিজেই। এই ছবিতে দর্শক শাকিবকে দেখবে, তার অভিনয় দেখবে, অ্যাকশন দেখবে কিন্তু বিরতি পর্যন্ত কোনো কথা শুনবে না। কারণ বিরতিতে তার পরিচয় দেওয়ার সময় সে কথা বলবে। এই ছবিতে নির্বাক অভিনয় করবে শাকিব। আমার মনে হয় শাকিব খান এই অভিনয়ের মাধ্যমে আবার নিজের অভিনয় যোগ্যতা দেখাতে সক্ষম হবে।’ পরিচালক জানালেন শাকিবের সাথে বরাবরের মতো নায়িকা হিসেবে থাকছেন অপু বিশ্বাস। আরো থাকছেন নায়িকা আঁচল।
চিত্রনাট্যের কাজ শেষ হলে ছবির নাম ঠিক করা হবে বলে জানিয়েছেন পরিচালক বদিউল আলম খোকন।