উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো শেষ করতে এডিবির তাগিদ
উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো শেষ করতে সরকারের প্রতি তাগিদ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই তাগিদ দেন এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ।
মনমোহন প্রকাশ পরে সাংবাদিকদের জানান, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখবে এশীয় উন্নয়ন ব্যাংক। তবে প্রকল্পগুলো যাতে দ্রুততার সঙ্গে এবং সঠিক মান ঠিক রেখে বাস্তবায়ন করা হয় সেজন্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, এডিবির সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক অব্যাহত আছে, যা ভবিষ্যতে আরো এগিয়ে নিতে চায় সরকার। নতুন সরকারের পাশে থেকে এডিবি বাংলাদেশের অনেক খাতে সহযোগিতা আরো বাড়াবে বলে আশাবাদ জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি এই নতুন গভর্নমেন্ট এখন আমরা আরম্ভ করেছি, এই গভর্নমেন্টের সময়ও তাদের (এডিবি) যে সাহায্য, সহযোগিতা, এবং যেসব প্রজেক্টে আমরা তাদের সহযোগিতা পাচ্ছিলাম, এগুলা চলমান থাকবে। পাশাপাশি নতুন এলাকায়ও আমরা তাদের সহযোগিতা পাব।’
এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ বলেন, ‘এডিবি চায় উন্নয়ন প্রকল্পগুলো সঠিক সময়ে যাতে বাস্তবায়ন করা হয়। আর এসব প্রকল্পের মানও যাতে ঠিক থাকে। এসব বিষয়ে আমরা সরকারের সহযোগিতা চেয়েছি।’