প্রত্যেক জন্মদিনে একই উপহার পান বিপাশা হায়াত
আজ ২৩ মার্চ বিপাশা হায়াতের জন্মদিন। প্রতিবছর জন্মদিনে একই উপহার পান অভিনেত্রী বিপাশা হায়াত। উপহার হলো ফুল আর বই। প্রতিবছর জন্মদিনে পরিবারের সবাই তাঁকে ফুল আর বই দিয়েই শুভেচ্ছা জানান।
বিপাশার জন্মদিন উপলক্ষে কথা হয় তাঁর বাবা আবুল হায়াতের সঙ্গে। আবুল হায়াত বলেন, ‘ছোটবেলায় বিপাশা গোলাপ ফুল ও বই অনেক পছন্দ করত। আমি সবসময় ওর জন্য বই আর ফুল কিনতাম।’ তিনি আরো বলেন, ছোটবেলা থেকে বিপাশার ছবি আঁকার ঝোঁক ছিল। স্থপতি হওয়ার অনেক ইচ্ছা ছিল বিপাশার। অভিনেত্রী না হলে হয়তো স্থপতিই হতো।
শুধু ফুল ও বই উপহার পাওয়ার কারণ জিজ্ঞেস করতেই বিপাশা হায়াত বলেন, ‘আমার বস্তুগত উপহার ভালো লাগে না। কেউ মায়া, ভালোবাসা দিয়ে শুভেচ্ছা জানালে অনেক খুশি হই। ফুল তো ভীষণ প্রিয়। সব ফুলই প্রিয়। এমনকি ঘাসফুলও অনেক ভালো লাগে।’
এবারের জন্মদিনেও আপনার পরিবার কি ফুল উপহার দিয়েছে? এমন প্রশ্ন শুনে বিপাশা হায়াত বললেন, ‘রাত ১২টার আগে তৌকির এবং আমার বাচ্চারা মিলে আমার জন্য ফুল কিনে নিয়ে এসেছে। রাতেই তারা ফুল দিয়ে আমাকে শুভেচ্ছা জানিয়েছে।’
জন্মদিন কিভাবে কাটছে? বিপাশা বললেন, ‘আমি রাতেও ছবি এঁকেছি এখনো আঁকছি।আমার আসলে কর্মব্যস্ততার মধ্য দিয়ে সুন্দরভাবে প্রতিটি দিন কাটাতে ইচ্ছা করে। ছবি আঁকতেই আজ অনেক ভালো লাগছে।’
ছোটবেলায় থ্রিলার, উপন্যাস ও কবিতার বই পছন্দ করতেন। এখনো কি তাই করেন? বিপাশা বলেন, ‘এখন আমি কী বই পছন্দ করি এটা বেশি ভালো জানে তৌকির। আমরা একই লেখকের বই দুজন মিলে পড়ি। ওর পড়া শেষ হলে আমি পড়ি অথবা আমার পড়া শেষ হলে ও পড়ে। মার্চের শুরুতে আমরা কায়রোতে গিয়েছিলাম। ৫ মার্চ তৌকিরের জন্মদিন ছিল। তখন আমরা কায়রোতেই ছিলাম দুজন। ওর জন্মদিনে লেখক নাগিব মাহফুজের বই কিনেছি। এখন তাঁর লেখা ছোটগল্প, উপন্যাস পড়তে আমাদের বেশি ভালো লাগছে।’