শাকিব ফাঁকা হলেই আসবেন পাওলি দাম
থেমে আছে বাংলাদেশের শাকিব খান ও কলকাতার পাওলি দাম অভিনীত চলচ্চিত্র ‘সত্তা’ ছবির শুটিং। গত বছর ১৬ নভেম্বর ঢাকার এফডিসিতে ঝর্ণা স্পটের সামনে ছবিটির শুটিং শুরু করেন তাঁরা। জুটি হিসেবে এটি তাঁদের দুজনেরই প্রথম ছবি। ‘সত্তা’ ছবিটি পরিচালনা করছেন হাসিবুর রেজা কল্লোল।
হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘গত বছর ১৬ নভেম্বর থেকে ছবির শুটিং শুরু করেছি। পাওলি দাম বাংলাদেশে ছিলেন সাতদিন। এই সাতদিনে আমরা শাকিব আর পাওলি দামের অংশগুলো আগে শেষ করার চেষ্টা করেছি। ওই শুটিংয়ে অংশ নেওয়া শেষ করে পাওলি ভারত ফিরে গেলেও পরে আবারও ছবির শুটিংয়ে ঢাকায় আসবেন পাওলি। এখন শাকিবের শিডিউল পেলেই বাংলাদেশে আসবেন পাওলি। আমরা আশা করছি আগামী জুন মাসে শুটিং শুরু করতে পারব।’
শাকিবের চরিত্র নিয়ে পরিচালক আরো বলেন, ‘যেহেতু ছবিতে শাকিবের চরিত্রটি একটু জটিল তাই নানা ধরনের প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। বেশ কয়েক দিন দাড়ি না কেটে ক্যামেরার সামনে আসতে হয় শাকিবকে। চরিত্রের সঙ্গে মিল রেখে পোশাক নির্বাচনের বিষয়টিও ভাবতে হচ্ছে আমাদের। শাকিবের অন্য রকম একটা লুক দিতে চাচ্ছি এই ছবিতে। একটা ভালো ও মৌলিক গল্পের ছবি বানাতে চাই।’
ছবিতে পাওলিকে নেওয়া প্রসঙ্গে পরিচালক কল্লোল বলেন, ‘ছবির শুরু থেকেই আমরা পাওলিকে চিন্তা করে গল্প তৈরি করেছি। তাই তার বিকল্প কাউকে চিন্তা করতে পারিনি।’
সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে। এ সিনেমায় মোট ছয়টি গান থাকবে। এ চলচ্চিত্রের সংগীতায়োজন করছেন বাপ্পা মজুমদার। এরই মধ্যে ছবির বেশ কিছু গানের রেকর্ডিংয়ের কাজও শেষ হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, সামিনা চৌধুরী, কনা, মিলা প্রমুখ। এর আগে ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘সবার উপরে তুমি’ ছবিতে শাকিবের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছিলেন কলকাতার নায়িকা স্বস্তিকা।