দাদাসাহেব ফালকে পাচ্ছেন শশী কাপুর
হিন্দি সিনেমার জন্য সর্বোচ্চ সম্মাননা ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এর জন্য এ বছর মনোনীত হয়েছেন অভিনেতা শশী কাপুর। কিছুদিন আগে ৭৭তম জন্মদিন পালন করেছেন তিনি।
অবশ্য নিজের পুরস্কারপ্রাপ্তির কথা শুনে বেশ চমকে গেছেন এই সুপারস্টার। শশী কাপুরের প্রতিক্রিয়া সম্পর্কে তাঁর ছেলে কুনাল কাপুর এনডিটিভিকে বলেন, ‘যখন বাবাকে এই কথা জানালাম, তিনি বললেন, আমি? আমি পেয়েছি? আর তারপর মুখ টিপে হাসলেন।’
মুম্বাইয়ের কাপুর পরিবারের পৃথ্বী থিয়েটারের সামনে এনডিটিভিকে কুনাল কাপুর আরো বলেন, ‘আমার মনে হয় বাবা বেশ খুশি। কারণ, তাঁর বাবাও একই পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তবে আজকের দিনে এই পুরস্কার আমাদের জন্য দুঃখজনক। কারণ, এক হাতে এই পুরস্কারের ঘোষণা আর অন্য হাতে থিয়েটারের আয়কর-সংক্রান্ত কাগজ।’
শশী কাপুরের ভাতিজা অভিনেতা ঋষি কাপুর এনডিটিভিকে বলেন, ‘আমার মনে হয়, ঠিক সময়ে তাঁকে এই পুরস্কার দেওয়া হলো। শশী কাপুর এমন একজন অভিনেতা, যিনি তাঁর সময়ের চেয়েও এগিয়ে ছিলেন।’
টুইটারে শশী কাপুরকে অভিনন্দন জানিয়ে ঋষি লিখেছেন, ‘কাপুর পরিবারের জন্য এটি তৃতীয় দাদাসাহেব ফালকে পুরস্কার। এর আগে শশী কাপুরের বাবা পৃথ্বীরাজ কাপুর এবং বড় ভাই রাজ কাপুর এই পুরস্কারে ভূষিত হয়েছেন।’
দাদাসাহেব ফালকে প্রাপ্তিতে শশী কাপুরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অরুণ জেটলি।
শশী কাপুর অভিনীত ব্লকবাস্টার হিট ছবিগুলোর মধ্যে রয়েছে ‘দিওয়ার’ ও ‘নমক হালাল’। এ ছাড়া ‘জুনুন’ এবং ‘নিউ দিল্লি টাইমস’ ছবিতে তাঁর অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। মার্চেন্ট আইভরি প্রযোজিত ইংরেজি ছবি ‘হিট অ্যান্ড ডাস্ট’ এবং ‘দ্য হাউসহোল্ডার’ ছবিগুলোতেও অভিনয় করেন শশী।
১৯৯১ সালে ‘আজুবা’ ছবি দিয়ে পরিচালকের খাতায় নাম লিখিয়েছিলেন তিনি। প্রযোজনা করেন ‘৩৬ চৌরঙ্গী লেন’ এবং ‘উৎসব’-এর মতো ছবি।
অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের ছোট ছেলে শশী কাপুর। তাঁর বড় দুই ভাই রাজ কাপুর ও শাম্মী কাপুরও হিন্দি সিনেমার বিখ্যাত দুই অভিনেতা। অভিনেত্রী জেনিফার কেন্ডালকে বিয়ে করেছিলেন শশী। ‘বোম্বে টকিজ’ ও ‘জুনুন’ ছবিতে জেনিফারের বিপরীতে অভিনয় করেছিলেন শশী। তাঁদের তিন সন্তান কুনাল, কারান ও সানজানা কাপুর।
এর আগে কাজের স্বীকৃতি হিসেবে তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন শশী কাপুর। ২০১১ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘পদ্মভূষণ’ পান তিনি।
দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ীরা স্বীকৃতি হিসেবে একটি স্বর্ণকমল, একটি শাল ও ১০ লাখ রুপি অর্থ পুরস্কার পেয়ে থাকেন। এ বছরের চলচ্চিত্র পুরস্কার প্রদানের সময় শশী কাপুরের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। গত বছর গীতিকার ও পরিচালক গুলজার এ পুরস্কারে ভূষিত হয়েছিলেন।