অভিনেতা সিরাজুল ইসলাম আর নেই
প্রবীণ অভিনেতা সিরাজুল ইসলাম (৭৮) বার্ধক্যজনিত কারণে আজ মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ সকালে রাজধানীর নিকেতনের নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় বাড়িতেই সময় কাটছিল তাঁর। বাদ আছর নিকেতন জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে বলে জানা গেছে।
সিরাজুল ইসলাম টেলিভিশন ও চলচ্চিত্র- দুই মাধ্যমেই কাজ করেছেন দীর্ঘ সময়। বিটিভির শুরুর দিককার জনপ্রিয় নাটকগুলোতে তাঁর উপস্থিতি চিরকালই মনে থাকবে দর্শকদের। শুধু তাই নয়, তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন এই গুণী অভিনেতা।
১৯৮৫ সালে চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’ ছবিতে অভিনয় করে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেতা।