সেরা ছবি কঙ্গনার ‘কুইন’, সেরা পরিচালক সৃজিত মুখার্জি
বিষয়টা সবাই অনুমান করছিলেন আগে থেকেই। ফিল্মফেয়ার থেকে শুরু করে সব অ্যাওয়ার্ডেই ছিল ‘কুইন-এর জয়জয়কার। বাকি ছিল শুধু জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কঙ্গনার ‘কুইন’ জিতেছে সেরা হিন্দি ছবির পুরস্কার, কিন্তু কুইন কঙ্গনা কেবল হিন্দি ছবির হিসেবে নয়, পুরো ভারতের শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন! আইবিএনলাইভের খবর থেকে জানা গেল ভারতের ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা।
সেরা হিন্দি ছবি- কুইন
সেরা আসামীয় ছবি- ওথেলো
সেরা বাংলা ছবি- নির্বাসিত
সেরা কানাড়া ছবি- হারিভু
সেরা কোনকানি ছবি- নাচোম
সেরা মালায়লাম ছবি- আইন
সেরা মারাঠি ছবি- কিলা
সেরা ওড়িয়া ছবি- আদিম বিচার
সেরা পাঞ্জাবি ছবি- পাঞ্জাব ১৯৮৪
সেরা তামিল ছবি- কুট্রাম কাড়িথাল
সেরা তেলুগু ছবি- চান্দামামা কাড়ালু
সেরা রাভা ছবি- ওড়ং
সেরা হরিয়ানি ছবি- পাগড়ি- দ্য অনার
সেরা সঙ্গীত আয়োজন-
ক) গান- হায়দার (হিন্দি)
খ) নেপথ্য- নাইনটিন এইটি থ্রি (মালায়লাম)
সেরা কোরিওগ্রাফি- বিসমিল (হায়দার)
সেরা শিক্ষণীয় ছবি- কোমল অ্যান্ড বিহাইন্ড দ্য গ্লাস ওয়াল
সেরা অ্যাডভেঞ্চার ছবি- ফিল্ম লাইফ ফোর্স- ইন্ডিয়া’স ওয়েস্টার্ন গ্লাস
সেরা অনুসন্ধানী ছবি- ফুম শং
সেরা অ্যানিমেশন ছবি- সাউন্ড অব জয়
সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি- মিত্র
সেরা চলচ্চিত্র সমালোচক- তনুল ঠাকুর
সেরা চলচ্চিত্রবিষয়ক লেখা- সাইলেন্ট সিনেমা : (১৮৯৫-১৯৩০)- পসুপুলেতি পূর্ণচন্দ্র রাও
সেরা চলচ্চিত্রবিষয়ক লেখা (বিশেষ সম্মান)- প্রাইড অব তামিল সিনেমা : জি ধনঞ্জয়ন
সেরা কস্টিউম ডিজাইনার- ডলি আলুওয়ালিয়া (হায়দার)
সেরা গায়িকা- উত্তরা উনিকৃষ্ণান (ছবি-আঝাগু ইন সাইবাম/তামিল)
সেরা গায়ক- সুখবিন্দর সিং (গান-বিসমিল, ছবি-হায়দার/হিন্দি)
সেরা অভিনেত্রী- কঙ্গনা রানাউত (কুইন/হিন্দি)
সেরা পার্শ্ব-অভিনেত্রী- বলজিন্দর কাউর (পাগড়ি দ্য অনার/হরিয়ানি)
সেরা অভিনেতা- বিজয় (নানু আভানালা আভালু/কানাড়া)
সেরা পার্শ্ব-অভিনেত্রী- ববি সিম্হা (জিগরথান্দা/তামিল)
সেরা পরিচালক- সৃজিত মুখার্জি (চতুষ্কোণ/বাংলা)
পরিবেশ সচেতনতায় সেরা ছবি- উত্তাল (মালায়লাম)
সেরা জনপ্রিয় ছবি- মেরি কম
কোনো পরিচালকের সেরা প্রথম ছবি (ইন্দিরা গান্ধী পুরস্কার)- আসা-যাওয়ার মাঝে (বাংলা)
সেরা ফিচার ছবি- কোর্ট (মারাঠি, হিন্দি, গুজরাটি ও ইংরেজি)