স্বাধীনতা দিবসের নাটক ‘অবহন’
আকাশটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে জীবনের অন্য প্রান্তে চলে যায় সুতপা রহমান। কিছু কি দেখবার আশায়? আজকাল চোখের দৃষ্টিশক্তিটাও দুর্বল হয়ে পড়েছে।
কার্জন হলের সামনে রোজ আসেন সুতপা। কিছু একটা খুঁজতে থাকেন তিনি।
এ রকম একটি গল্প নিয়ে তৈরি হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ নাটক ‘অবহন’। পান্থ শাহরিয়ারের রচনায় ‘অবহন’ নাটকটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এনটিভিতে রাত ৯টায় ‘অবহন’ নাটকটি প্রচারিত হবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা, নিশো, ডায়না, শামসুল আলম বকুল প্রমুখ।
অভিনেত্রী অর্পনা বলেন, ‘আমি সবসময় গল্প জেনে কাজ করার পক্ষপাতি। নাটকটির চিত্রনাট্য পড়ে আমার অনেক ভালো লেগেছে। মনোযোগ দিয়ে অভিনয় করেছি। দেশ নিয়ে নাটক করার আলাদা আনন্দ রয়েছে। আশা করছি দর্শকদেরও নাটকটি ভালো লাগবে।’