‘দিওয়ানা মন’ আসছে
মে মাসে যেকোনো শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে ‘দিওয়ানা মন’ ছবিটি। সব কাজ শেষে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে সেন্সর বোর্ডে ছবিটি জমা দেওয়া হবে বলে জানিয়েছেন এই ছবির পরিচালক নুরুল ইসলাম প্রিতম।
ছবি গল্প সম্পর্কে এনটিভি অনলাইনকে প্রিতম বলেন, ‘প্রায় সব ছবিতেই প্রেম-ভালোবাসা দেখানো হয়, আমরাও দেখিয়েছি। আমাদের ছবির প্রেমটা সাধারণ সিনেমার প্রেম নয়, এই প্রেমের সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাবে দর্শক। নায়কের সঙ্গে নায়িকার ধাক্কা খাওয়া প্রেমে আমরা বিশ্বাস করি না। আমাদের ছবির নায়ক রাফি সালমান ভালোবাসে নায়িকাকে। কিন্তু নায়িকা নির্জনা তাকে ভালবাসে না। ঘটনাচক্রে নায়ক রাফি স্মৃতি হারিয়ে ফেলে, তাকে সেবা করতে গিয়ে তার প্রেমে পড়ে ঝিনুক। স্মৃতি ফিরে পাওয়ার পর রাফি ফিরে যায় নায়িকা নির্জনার কাছে। একটা সময় রাফি বুঝতে পারে কে তার আসল ভালোবাসা।’ এমনই এক ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র।
নবাগত নায়ক রাফি সালমান বলেন, “আমি চাঁদপুরের ছেলে, ছোটবেলা থেকেই অভিনয় করছি। মঞ্চ, টিভি নাটক, টেলিফিল্মে এর আগে অভিনয় করেছি। এর আগেও অনেক ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু গল্প পছন্দ হয়নি বলে কাজ করিনি। ‘দিওয়ানা মন’ ছবির গল্প শুনেই মনে হয়ে এই ছবিতে কাজ করা যায়। সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের পছন্দের কাজগুলোর সঙ্গে থাকতে পারি। ভালো অভিনয় ও ভালো গল্প নিয়ে দর্শকদের সামনে আসতে চাই আমাদের জন্য দোয়া করবেন।”
ছবিতে নবাগত নায়ক রাফি সালমান, নির্জনা ছাড়া আরো আছেন ওমর সানী, ঝিনুক, ইলিয়াস জাভেদ, শাহীন রেহানা জলি, ড্যানি রাজ ।
এই ছবিতে মোট পাঁচটি গান রয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন পড়শী, নির্ঝর, মিমি, রেমো বিপ্লব মাসুদ। ‘দিওয়ানা মন’ ছবিটি প্রযোজনা করেছে আর. আর. ফিল্মস ইন্টারন্যাশনাল।