হল খুলেছে, ক্লাস শুরু কাল
চার মাস বন্ধ থাকার পর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লোকমান হাকিম আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে মিছিল-মিটিং, সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।
লোকমান হাকিম বলেন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২২৮তম জরুরি সভার ঘোষণা অনুযায়ী, আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ইবি ক্যাম্পাসের সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত বছরের ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে বাসচাপায় এক ছাত্রের মৃত্যুর পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কিছু পরিবহন ভাঙচুর ও পুড়িয়ে দেন। তাঁরা প্রশাসন ভবনেও ব্যাপক ভাঙচুর করেন। ওই দিনই অনির্দিষ্টকালের জন্য ইবি ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়।
গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়া হলেও একদিন পর তা আবার বন্ধ হয়ে যায়। এর পর থেকে ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছিলেন।