ভোট চাইতে উত্তরায় খালেদা জিয়া, আ. লীগের কালো পতাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয় দিনের মতো তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার তাবিথের পক্ষে উত্তরা এলাকায় জনসংযোগে অংশ নিয়েছেন খালেদা জিয়া। গতকাল শনিবার গুলশান এলাকায় জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।
নিজ গাড়িবহরে উত্তরার বিভিন্ন সেক্টরে যাচ্ছেন খালেদা জিয়া। এ সময় তাঁর সঙ্গে আছেন ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। মানুষের হাতে তুলে দিচ্ছেন তাবিথের বাস মার্কার প্রচারপত্র। উত্তরার ১ নম্বর সেক্টরে আসার পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা কালো পতাকা হাতে মিছিল করেন। মিছিল থেকে খালেদা জিয়াকে কালো পতাকা দেখানো হয়। একপর্যায়ে মিছিলটি খালেদা জিয়ার গাড়ির কাছাকাছি চলে আসে। পরে পাশ কাটিয়ে গাড়ির বহরটি এগিয়ে যায়।
বর্ষবরণের দিন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাবিথ আউয়াল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মির্জা আব্বাসের পক্ষে ভোট চান খালেদা জিয়া। তাবিথ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে। মির্জা আব্বাস অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র। আইনগত কারণে তিনি প্রকাশ্যে প্রচার করতে পারছেন না। তাঁর পক্ষে প্রচার করছেন স্ত্রী আফরোজা আব্বাস।
নির্বাচনী বিধিমালার কারণে অন্য দুটি বৃহৎ দল আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদ নির্বাচনী প্রচারে নিজেদের সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে পারবেন না। কিন্তু কোনো ধরনের পদে না থাকায় খালেদা জিয়ার জন্য সে বাধা নেই।