‘আমরা হ্যাপি, রুবেলও হ্যাপি’
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আমরা সবাই হ্যাপি। তাই রুবেলও হ্যাপি।’ তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে সহজেই ৮ উইকেটে হারিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করলেন। এ সাফল্যকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য হিসেবেও বর্ণনা করলেন তিনি।
বুধবার খেলা শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে আজকের পর্যায়ে নিয়ে আসার পেছনে অনেকের অবদান আছে। কারো অবদানই কম নয়। তবে আমাদের এই দলটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দল। আর এটা বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা অর্জন।’
বিশ্বকাপ থেকে বদলে যাওয়া বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সাফল্যের কারণও জানালেন মাশরাফি, ‘এই সাফল্যের পেছনে একটাই কারণ, সবার আন্তরিক চেষ্টা। সবার পরিশ্রমের কারণেই ১৬ বছর পর পাকিস্তানকে হারানো সম্ভব হয়েছে।’urgentPhoto
এখানেই না থেমে সামনের দিকে এগিয়ে যেতে উন্মুখ বাংলাদেশ অধিনায়ক, ‘দলে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে, খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন এসেছে। এটা আমাদের জন্য একটা ভালো দিক। আমরা এখন জিততে পারি। তবে এখানেই আমরা থেমে থাকতে চাই না। আরো এগিয়ে যেতে চাই।’
সৌম্য সরকারের অসাধারণ সেঞ্চুরির প্রশংসা করে মাশরাফি বলেন, ‘এই ম্যাচে দারুণ খেলেছে সৌম্য। তবে আমি মনে করি, মাত্র শুরু করল সে। তাকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে।’
টানা দুটি সেঞ্চুরি করে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত তামিম ইকবালের প্রশংসাও করলেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমি কখনোই তামিমের ওপর থেকে আস্থা হারাইনি। আমার সব সময় বিশ্বাস ছিল, সে ভালো করবেই। আর সে তা করে দেখিয়েও দিয়েছে।’
ওয়ানডে সিরিজ সহজে জিতলেও টেস্ট সিরিজে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করছেন মাশরাফি, ‘ওয়ানডে আর টেস্ট ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য। বাংলাদেশ এখনো টেস্ট অঙ্গনে তেমন পরিণত নয়। কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় থাকায় পাকিস্তানের টেস্ট দল বেশ শক্তিশালী। তবে ওয়ানডের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেস্ট সিরিজ ড্র করা সম্ভব হবে বলেই আমার বিশ্বাস।’
মাশরাফির ঠিক বিপরীত অবস্থা আজহার আলীর। তৃতীয় ম্যাচেও পরাস্ত হওয়ায় পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক ভীষণ হতাশ, ‘আমরা দল হিসেবে ভালো খেলতে পারিনি। তাই সাফল্যও পাইনি। অন্যদিকে বাংলাদেশ খুব ভালো খেলেছে। তাদের প্রশংসা প্রাপ্য।’