আমাদের জনপ্রিয়তায় ভয় পেয়ে সরকার হামলা চালাচ্ছে : আফরোজা আব্বাস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেছেন, ‘সরকার আমাদের জনপ্রিয়তায় ভয় পেয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে এ হামলাগুলো চালাচ্ছে।’
আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন আফরোজা আব্বাস।
urgentPhoto
আফরোজা বলেন, ‘কালকেও আমাদের অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে, আমি একজনকে ছাড়িয়ে নিয়েছে। আমার প্রোগ্রাম থেকেও একজনকে আটক করেছিল। আমাদের অনেক ক্যাম্প বন্ধ করে দিয়েছে, আমাদের ক্যাম্প আগুনে পুড়িয়ে দিচ্ছে। গাড়ি পুড়িয়ে দিচ্ছে আমাদের ক্যান্ডিডেটদের। তারা চাইছে, আমরা যেন নির্বাচন থেকে সরে আসি। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয়।’
এ সময় মির্জা আব্বাসকে নির্বাচন থেকে সরিয়ে দিতে সরকার নানাভাবে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন আফরোজা আব্বাস।
আজ সকাল ৯টার দিকে হলি ফ্যামিলি হাসপাতাল থেকে আফরোজা আব্বাস নির্বাচনী প্রচার শুরু করেন। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে তিনি মির্জা আব্বাসের পক্ষে ভোট চান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণসংযোগ করেন আফরোজা আব্বাস।