এবার টি-টোয়েন্টি জয়ের ‘চ্যালেঞ্জ’
ওয়ানডেতে বদলে যাওয়া বাংলাদেশকে দেখেছে পাকিস্তান। স্বাগতিকদের কাছে নাস্তানাবুদ হয়ে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ হয়েছে অতিথিরা। এবার মাশরাফির দলের সামনে আরেকটি ‘চ্যালেঞ্জ’। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। টি-টোয়েন্টিতে কখনো পাকিস্তানকে হারাতে না পারা বাংলাদেশের সামনে আরেকটি কঠিন পরীক্ষাই বটে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টির অনেক পার্থক্য। মাত্র ২০ ওভারের ম্যাচ হওয়ায় আগে থেকে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। কোনো দলকে যেমন এগিয়ে রাখা যায় না তেমনি পিছিয়ে রাখাও মুশকিল। তবে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের অবিস্মরণীয় সাফল্য বাংলাদেশ দলকে আত্মবিশ্বাসী করে তুলবেই। যদিও ওয়ানডের চেয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি দল অনেক শক্তিশালী। শহীদ আফ্রিদির উপস্থিতি অতিথিদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে অনেকখানি।
urgentPhoto
বাংলাদেশ দলে তেমন পরিবর্তন আসেনি। টি-টোয়েন্টি দলে দুই নতুন মুখ ব্যাটসম্যান লিটন কুমার দাস ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। রুবেল হোসেনের অনুপস্থিতিতে মোস্তাফিজের খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে এখনো জিততে পারেনি বাংলাদেশ, সাত ম্যাচের সবগুলোতেই হেরেছে। সেই হতাশা দূর করার লক্ষ্য মাশরাফির, ‘টি-টোয়েন্টিতে আমাদের অনেক ঘাটতি রয়েছে। তবে তা খুব বেশি সমস্যায় ফেলবে না বলেই আমার বিশ্বাস। দিনটা যাদের ভালো যাবে, তারাই জিতবে।’
ওয়ানডেতে পাকিস্তানকে দ্বিতীয়বার হারাতে দীর্ঘ ১৬ বছর অপেক্ষা করতে হয়েছিল বাংলাদেশকে। এবার টি-টোয়েন্টি জয়ের প্রতীক্ষার অবসান হবে তো?