মুশফিকের কাছে সাব্বিরের কৃতজ্ঞতা
‘মুশফিক ভাই আউট হয়ে যাওয়ার সময় আমাকে বলেছিলেন, ‘উইকেট খুব ভালো। ভালোভাবে ব্যাট করার চেষ্টা কর, সাফল্য পাবে।’ তাঁর এই পরামর্শ আমার খুব কাজে এসেছে, সাফল্যের পথে এগিয়ে দিয়েছে।’ পাকিস্তানকে একমাত্র টি-টোয়েন্টিতে হারানোর পর এভাবেই মুশফিকুর রহিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ম্যাচের সেরা খেলোয়াড় সাব্বির রহমান।
পাকিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে সাড়া ফেলে দিয়েছিলেন। ওয়ানডে সিরিজে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন মাত্র একটি ম্যাচে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ সহজে জিতলেও তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র ১৫ রান। তবে নিজের পছন্দের টি-টোয়েন্টিতে ঠিকই জ্বলে উঠেছেন সাব্বির। সাকিব আল হাসানের সঙ্গে চতুর্থ উইকেটে মাত্র ৬৪ বলে ১০৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে প্রথম টি-টোয়েন্টি জয় এনে দিয়েছেন তিনি। যেখানে সাব্বিরের অবদান ৩২ বলে অপরাজিত ৫১ রান। urgentPhoto
শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সাব্বির বলেন, ‘ওয়ানডেতে ভালো খেলতে না পারলেও টি-টোয়েন্টিতে দলের জয়ে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে। ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টিই আমার বেশি প্রিয়। এখানে ভালো করতে পারায় আরো ভালো লাগছে। প্রস্তুতি ম্যাচের সেই সেঞ্চুরি আজ ভালো করার আত্মবিশ্বাস জুগিয়েছে আমাকে।’
টি-টোয়েন্টিতে ভালো করার ‘রহস্য’ও জানালেন সাব্বির, ‘আমি সবসময় ইতিবাচক খেলার চেষ্টা করি। আজও ইতিবাচক চিন্তা নিয়ে মাঠে নেমেছিলাম। তাই সফল হয়েছি।’