স্বচ্ছ নির্বাচন চায় জাতিসংঘ
তিন সিটি করপোরেশন নির্বাচনে স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থার বাংলাদেশের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস বলেছেন, ‘স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সমন্বিত নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।’
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ রোববার এক বিবৃতিতে রবার্ট ওয়াটকিনস এ কথা বলেছেন। আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার চর্চা করার আহ্বান জানিয়েছেন রবার্ট ওয়াটকিনস।
তিন সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশকে স্বাগত জানিয়েছেন রবার্ট ওয়াটকিনস।