বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের তাগিদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন খুনিকে দেশে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দিয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারম্যানের সঙ্গে এক বৈঠকে এ তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শারম্যানের সঙ্গে বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রীর। সেখানে বাংলাদেশের সঙ্গে আসামি প্রত্যর্পণ চুক্তিতে স্বাক্ষর করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। জবাবে শারম্যান বলেন, যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট বিষয়টি নিয়ে কাজ করছে।
পলাতক রাশেদ চৌধুরীসহ বঙ্গবন্ধু হত্যায় জড়িত ১২ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন হাইকোর্ট। এঁদের মধ্যে ২০১১ সালে পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়েছে।
গত বছরের ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজে লেখা একটি মতামত কলামে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, ভ্রমণ ভিসায় ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে যান রাশেদ চৌধুরী। পরে সেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন।
চতুর্থ দফা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপে অংশ নিতে ঢাকায় এসেছেন শারম্যান। বৈঠকের সময় চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে উগ্রপন্থাবিরোধী সম্মেলনে যোগ দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান শারম্যান।