মুজিবনগর সীমান্ত দিয়ে ৪০ জনকে পুশব্যাক বিএসএফের
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ৪০ জনকে বাংলাদেশে পাঠিয়েছে (পুশব্যাক) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে কিছু জানাতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পুশব্যাক হওয়া গোপালগঞ্জের বিশ্বজিৎ মণ্ডল জানান, তিনি বছরখানেক আগে পাসপোর্ট-ভিসা ছাড়া কলকাতায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে পুলিশের হাতে আটক হন। কলকাতার দমদম কারাগার থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনিসহ শতাধিক মানুষ মুক্তি পান। তাঁদের পুলিশভ্যানে করে বিভিন্ন সীমান্তে নিয়ে পুশব্যাক করা হয়।
বিশ্বজিৎ মণ্ডল আরো জানান, সকাল ৭টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৯ ও ১১০ নম্বর আন্তর্জাতিক পিলার এলাকা দিয়ে ভারতের পাথরঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়ার ফটক খুলে তাঁদের ৪০ জনকে বাংলাদেশে ফেরত পাঠায়। এ সময় তাঁরা হেঁটে মুজিবনগর উপজেলা শহরে এসে বাসে করে বিভিন্ন স্থানে চলে যায়। তবে তাঁদের মধ্যে সবাই বাংলাদেশি কি না, তা নিশ্চিত নন তিনি।
জানতে চাইলে বিজিবির মুজিবনগর ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের জানান, পুশব্যাকের বিষয়টি তাঁদের জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।