গণতন্ত্র ফেরাই সংকট উত্তরণের পথ : মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র পথ।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আজ শুক্রবার বিকেলে এক যৌথ সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সাবেক আইনমন্ত্রী।
আগামী ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হয় বলে জানায় বার্তা সংস্থা বাসস।
মওদুদ আহমদ বলেন, অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে না আনা পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন অব্যাহত থাকবে।
যৌথ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাসাসের সভাপতি এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, বিএনপি ও অঙ্গসংগঠন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়েছে। রাজধানীসহ সারা দেশে ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।
নজরুল ইসলাম আরো জানান, কর্মসূচি অনুযায়ী ২৮ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনায় খালেদা জিয়াসহ দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরা অংশ নেবেন। ২৯ মে দলের অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা হবে।
৩০ মে সকাল ১০টায় জিয়াউর রহমানের মাজারে বেগম খালেদা জিয়াসহ দলের জ্যেষ্ঠ নেতাদের শ্রদ্ধা জ্ঞাপন। এরপর ওলামা দলের দোয়া ও মিলাদ মাহফিল। পরে খালেদা জিয়া দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন বলে জানান নজরুল ইসলাম।
এ ছাড়া ৩১ মে ও ১ জুন খালেদা জিয়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন। এ সময় বিএনপির অঙ্গসংগঠনগুলো আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করবে।