মুশফিককে নিয়ে এখনো সংশয়
ডান হাতের আঙুলে চোটের কারণে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে মুশফিকুর রহিমের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। বুধবার ঘোষিত টেস্ট দলে মুশফিক আছেন ঠিকই, তবে ১০ জুন থেকে ফতুল্লায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে এখনো সংশয় কাটেনি। প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছেন, শেষ পর্যন্ত উইকেটরক্ষণের দায়িত্ব পালন করতে না পারলেও মুশফিকের ব্যাটসম্যান হিসেবে মাঠে নামার সম্ভাবনা প্রবল।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ফারুক বলেন, ‘অনুশীলন দেখে মনে হচ্ছে মুশফিক খেলতে পারবে। আগের চেয়ে তার আঙুলের চোটের অনেক উন্নতি হয়েছে। এখনো হাতে সময় আছে। আশা করি এর মধ্যে সে ভালোভাবে সেরে উঠবে। মুশফিক উইকেটকিপিং করতে না পারলেও ব্যাটিং করতে পারবে বলে মনে হচ্ছে।’
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের পর্যবেক্ষণে রয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিক। তিনি জানিয়েছেন, ‘আমাদের জন্য আশার কথা, মুশফিকের আঙুলের ব্যথা দ্রুত সেরে উঠছে। অবশ্য এখনো ব্যথা আছে। আশা করছি ভারতের বিপক্ষে সিরিজের আগেই তিনি সেরে উঠবেন।’
খুলনায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মোহাম্মদ শহীদের বলে আজহার আলীর ক্যাচ নিতে গিয়ে অঙুলে ব্যথা পান মুশফিক। কিছুক্ষণ পর মাঠের বাইরে চলে যান তিনি। তাঁর জায়গায় উইকেটরক্ষণের দায়িত্ব পালন করেন ইমরুল কায়েস। ঢাকায় দ্বিতীয় টেস্টে ব্যাট করলেও উইকেটরক্ষক মুশফিককে পায়নি বাংলাদেশ দল।