বাজেট
বোনাস, উৎসব-ভাতার ওপরও বসছে কর
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শুধু বেতনের ওপরেই নয়, বরং বোনাস ও উৎসব-ভাতার ওপরও কর আরোপের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করার সময় এ প্রস্তাব দেন তিনি। প্রস্তাবটি পাস হলে বেতনের পাশাপাশি বোনাস ও উৎসব-ভাতার ওপরেও কর দিতে হবে চাকরিজীবীদের।
বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, ‘বিদ্যমান আইনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ব্যতীত অন্যান্য ভাতা করমুক্ত রয়েছে; এটি বৈষম্যমূলক। এ বৈষম্য দূর করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সব কর্মকর্তা-কর্মচারীকে বেতন, বোনাস ও উৎসব-ভাতার ওপর একই নিয়মে কর আরোপের প্রস্তাব করছি। বলে রাখা ভালো যে, অতিসত্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাও বৃদ্ধির ব্যবস্থা হচ্ছে।’
এত দিন শুধু বেতনের ওপর কর দিতেন কর্মজীবীরা। কিন্তু এই প্রস্তাব পাস হয়ে গেলে বিভিন্ন উৎসবে পাওয়া ভাতা ও বোনাসের ওপরও কর দিতে হবে তাঁদের।