নরেন্দ্র মোদি-খালেদা জিয়া বৈঠকের সম্ভাবনা নেই
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল হস্তান্তরসহ বেশ কয়েকটি চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সই হবে। আপাতত তিস্তা চুক্তি হচ্ছে না। তবে এ বিষয়ে আলোচনা চলছে।
আজ শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব কথা বলেন। সফরকালে নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকের কোনো সম্ভাবনা নেই বলেও মন্ত্রী জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে বাণিজ্য চুক্তি, নৌ-প্রটোকল, উপকূলীয় নৌ চলাচল, পণ্যের মান-সংক্রান্ত সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, উপকূলীয় নিরাপত্তা, মানবপাচার প্রতিরোধ ও অর্থনীতি ক্ষেত্রে সহযোগিতা।
মন্ত্রী জানান, আগামীকাল ৬ জুন নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসছেন। দুদিনের সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি সুধী সমাবেশে বক্তৃতা দেবেন। তাঁর সফরকালে কলকাতা-আগরতলা এবং ঢাকা-গুয়াহাটি বাস সার্ভিস, খুলনা-মংলা ও কুলাউড়া শাহবাজপুর রেল সংযোগ পুনর্বহাল, শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্রভবন, বর্ডার হাটসহ বেশ কিছু কার্যক্রমের উদ্বোধন করা হবে।
তিস্তা চুক্তির অগ্রগতির সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আসছেন, আজই আসবেন। কাজেই আলোচনা যে চলছে, এটা তো বোঝাই যায়। তবে আলোচনার যে সাফল্য, সেটা যখন আসবে, তখন জানতে পারবেন।’