স্মিথের শতকে স্বস্তিতে অস্ট্রেলিয়া
প্রথম টেস্টে ৯ উইকেটের সহজ জয় পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের শুরুটাও দারুণ হয়েছে অস্ট্রেলিয়ার। স্টিভেন স্মিথের অপরাজিত শতকের সুবাদে জ্যামাইকার কিংস্টনে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। প্রথম দিন শেষে চার উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৫৮ রান।
স্যাবাইনা পার্কে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য ভালো হয়নি। জেরম টেলরের জোড়া আঘাতে প্রথম পাঁচ ওভারের মধ্যেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (০) ও শন মার্শ (১১)। তখন স্কোরবোর্ডে রানের ঘরে মাত্র ‘১৬’ দেখাচ্ছিল।
তবে তৃতীয় উইকেটে অধিনায়ক মাইকেল ক্লার্ক ও স্মিথের ১১৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। জেসন হোল্ডারের বলে কট বিহাইন্ড হয়ে ক্লার্ক (৪৭) ফিরে গেলেও স্মিথের দৃঢ়তায় অস্বস্তিতে পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে। প্রথম টেস্টে দুর্দান্ত শতক করা অ্যাডাম ভোগসের সঙ্গে চতুর্থ উইকেটে ৭৬ রানের আরেকটি ভালো জুটি গড়েছেন স্মিথ। ৩৭ রান করা ভোগসকে উইকেটরক্ষক দীনেশ রামদিনের ক্যাচ বানিয়ে জুটিটা ভেঙেছেন টেলর। তবে স্মিথের প্রতিরোধ ভাঙা সম্ভব হয়নি ক্যারিবীয়দের।
শেন ওয়াটসনকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন নবম টেস্ট শতকের দেখা পাওয়া স্মিথ। ১৩৫ রানে অপরাজিত স্মিথের দারুণ ইনিংসটা গড়ে উঠেছে ১৬টি চার ও দুটি ছক্কায়। ওয়াটসন অপরাজিত আছেন ২০ রানে। ১৮ রানে তিন উইকেট নিয়ে দিনের সফলতম বোলার টেলর।