বাংলাদেশের প্রশংসা করলেন কোহলি
বাংলাদেশকে ফলোঅন করালেও ফতুল্লা টেস্ট জিততে পারেনি ভারত। ম্যাচটা ড্র হওয়ায় টেস্ট র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে নেমে গেছে ‘টিম ইন্ডিয়া’। তাতে হতাশ ঠিকই, তবে বাংলাদেশের প্রশংসা করতে কার্পণ্য করেননি ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।
রোববার খেলা শেষে সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘টেস্টে বাংলাদেশ হয়তো কিছুটা পিছিয়ে। তবে ওয়ানডেতে তারা খুব শক্তিশালী দল। ওয়ানডে সিরিজে আমাদের তাই সতর্ক থাকতে হবে। বাংলাদেশ কিছুদিন আগে পাকিস্তানের মতো দলকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে। এমন দলকে হারানো সহজ কথা নয়।’
বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে ভারতের সেরা ব্যাটসম্যান বলেন, ‘তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে ভালো একটা দলে পরিণত হয়েছে বাংলাদেশ। তাদের দলে বেশ কয়েকজন তরুণ মেধাবী ক্রিকেটার আছে। তারা ভবিষ্যতে ভালো করতে পারে। বিশেষ করে অভিষেক হওয়া লিটন দাসকে দেখে মনে হচ্ছে সে অনেক দূর যাবে। জুবায়ের হোসেনেরও ভালো করার সম্ভাবনা উজ্জ্বল।’
বাংলাদেশ দলের প্রশংসা করলেও বৃষ্টির কারণে ভারত জয়বঞ্চিত হওয়ায় ভীষণ হতাশ কোহলি, ‘প্রকৃতির ওপর কারো হাত নেই। তবে আইসিসি এখন ওয়ানডের মতো টেস্টেও রিজার্ভ-ডে রাখার চিন্তা-ভাবনা করতে পারে।’
ফতুল্লা টেস্টে ভারতের পারফরম্যান্সে অবশ্য কোহলি সন্তুষ্ট, 'দুই ওপেনার আর রাহানে খুব ভালো ব্যাট করেছে। আজ বোলাররাও ভালো বল করেছে। তাই প্রতিপক্ষকে চাপে ফেলা সম্ভব হয়েছে। হাতে সময় থাকলে হয়তো ম্যাচটা জিতে যেতাম আমরা।’