ক্ষত নিয়েই বল করলেন মাশরাফি
গত ৪ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রিকশায় করে যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত হন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাঁর হাতের তালু ও পায়ের কিছু অংশ ছিলে যায়। তবে মাশরাফির হাতের তালুর সেই ক্ষত এখনো পুরোপুরি সারেনি।
ওয়ানডে সিরিজ সামনে রেখে সোমবার প্রথম দিনের অনুশীলন করেছেন মাশরাফি। অনুশীলনে খুব একটা সেরে না উঠলেও তিনি আশাবাদী দ্রুত সেই ক্ষত সেরে উঠবে, ‘হাতের ক্ষতটা পুরোপুরি সেরে উঠেনি তা ঠিক। তাই ব্যান্ডেজ রাখতেই হচ্ছে। এর মধ্যেও আমি বোলিং প্র্যাকটিস করেছি। অবশ্য ব্যাট ধরতে কিছুটা সমস্যা হচ্ছে। আশা করছি এরই মধ্যে সেরা উঠব।’
প্রথম ওয়ানডে খেলতে কোনো সমস্যা হবে কি না এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হাতে এখনো দুই দিন সময় আছে- আশা করছি এরই মধ্যে সেরে উঠব। প্রথম ওয়ানডেতে খেলতে পারব।’
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ জুন। ২১ ও ২৪ জুন বাকি দুটি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে মাহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে। তিনটি ম্যাচই দিবা-রাত্রির।