বাংলাদেশের প্রশংসায় ধোনি
সিরিজের প্রথম ম্যাচেই ৭৯ রানের বড় ব্যবধানে হেরে যাওয়ায় ভারত এখন চাপের মধ্যে। তবে এই হারে হতাশায় ভেঙে পড়েননি মহেন্দ্র সিং ধোনি। ঘুরে দাঁড়ানোর আশাবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অধিনায়ক।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে ধোনি বলেন, ‘বাংলাদেশ দল এখন অনেক শক্তিশালী। বেশ কিছুদিন ধরেই তারা ভালো খেলছে। তারা অনেক উন্নতি করেছে। তাই বাংলাদেশের কাছে এই হারে আমি মোটেও মর্মাহত নই। তবে পরের দুই ম্যাচ আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ।’
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ সব বিভাগেই ভালো খেলেছে জানিয়ে ভারতের সফলতম অধিনায়ক বলেন, ‘ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশ ভালো খেলেছে। বিশেষ করে তাদের পেসাররা খুব ভালো বোলিং করেছে। তারা আমাদের ব্যাটসম্যানদের ভালোই ভুগিয়েছে। অবশ্য আমাদের ব্যাটসম্যানরাও ভালো খেলতে পারেনি।’
এই হারের জন্য ব্যাটসম্যানদের আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন ধোনি, ‘এই রান চেজ করা খুব কঠিন ছিল না। কিন্তু আমরা বড় পার্টনারশিপ গড়তে না পারায় চাপে পড়ে যাই। তাই শেষ পর্যন্ত হারতে হয়েছে।’
সংবাদ সম্মেলনে মুস্তাফিজুর রহমানের সঙ্গে তাঁর ধাক্কার প্রসঙ্গও উঠেছে। এ ব্যাপারে ভারত অধিনায়কের বক্তব্য, ‘রান নিতে গিয়ে তার সঙ্গে ধাক্কা লেগেছে আমার। এটা ইচ্ছা করে হয়নি। খেলা শেষে তার সঙ্গে আমার কথা হয়েছে।’