ধোনিকে সম্মান দিন : সৌরভ
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সম্মান দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তাঁর মতে, উইকেটরক্ষক হিসেবে অসাধারণ কিছু রেকর্ড আছে ধোনির। তাই অধিনায়কত্ব ছেড়ে দেওয়া বা না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে তাঁকে সময় দেওয়া উচিত।
বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় ওয়ানডেতে হারের পর রোববার রাতে আবেগাপ্লুত ধোনি অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভারত দলের ভালোর জন্য তিনি অধিনায়কত্ব ছাড়তে রাজি আছেন।
এ বিষয়ে স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে গাঙ্গুলী বলেন, হতাশার কারণেই ধোনি এমনটা বলেছেন। তাই তাঁর এ কথাকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত নয়।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ওই টেলিভিশনকে গাঙ্গুলী বলেন, ‘ঘটনা পরিক্রমায় তিনি (ধোনি) এমন কথা (অধিনায়কত্ব ছাড়া) বলে ফেলেছেন। এটা তাঁর মনের কথা নয়। হারের পর তিনি বিমর্ষ হয়ে পড়েছিলেন। এটাকে সেখানেই ছেড়ে দিন। সবাইকে একত্রে বসে ভাবতে হবে। এম এস ধোনিকে অবমাননা করবেন না, ওয়ানডেতে তাঁর দুর্দান্ত রেকর্ড আছে। তাঁকে সম্মান দিন।’
২০১৬ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ধোনির অধিনায়কত্ব করা উচিত কি না, জিজ্ঞেস করলে সৌরভ বলেন, ‘এটা ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। শান্ত হোন, সিরিজটা শেষ হতে দিন। এ ধরনের সিদ্ধান্ত রাতারাতি নেওয়া যায় না।’
‘সিদ্ধান্ত যেই নিন না কেন, তাঁকে দীর্ঘমেয়াদি অনেক বিষয় মাথায় রাখতে হবে। বিসিসিআই (ভারতের ক্রিকেট বোর্ড) সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মকর্তারা আছেন। তাঁকে (ধোনি) অবারিত সময় দেওয়া উচিত,’ যোগ করেন সৌরভ।