মওদুদের বিরুদ্ধে বাড়ির মামলা চলবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বাড়ি দখল সংক্রান্ত মামলার অভিযোগ আমলে নেওয়া হবে কি না সে বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে এই রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
এ বিষয়ে মওদুদ আহমেদ রায়ের পর এক প্রতিক্রিয়া সাংবাদিকদের বলেন, আদালত রুল খারিজ করে দিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে আমি আপিল দায়ের করব।
অন্যদিকে এ আদেশের ফলে নিম্ন আদালতে মওদুদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিতে কোনো আইনি বাধা থাকল না বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। তিনি জানান, মওদুদ আহমদ ও তাঁর ভাই মনজুর আহমদের বিরুদ্ধে অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় বিচারকি আদালত ২০১৪ সালের ১৪ জুন অভিযোগ আমলে নেন।
এ আদেশের বিরুদ্ধে মওদুদ আহমদ রিভিশন আবেদন করলে রুল জারি করেন হাইকোর্ট। দীর্ঘদিন পর রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ মঙ্গলবার হাইকোর্ট রুলটি খারিজ করে দেন।
মামলার বিবরণে জানা যায়, গুলশানে বসবাসরত মওদুদ আহমদের বাড়ির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। একপর্যায়ে বাড়িটির মালিকানার কাগজপত্রে এহসানের স্ত্রীর নামও অন্তর্ভুক্ত করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তারা বাংলাদেশ ত্যাগ করলে ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়।
১৯৭৩ সালের ২ আগস্ট মওদুদ তাঁর ইংল্যাণ্ড প্রবাসী ভাই মনজুরের নামে একটি আমমোক্তারনামা তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন।
এসব অভিযোগ করে দুদকের উপপরিচালক হারুন-অর রশিদ ২০১৩ সালের ১৭ ডিসেম্বর অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মওদুদ ও তাঁর ভাই মনজুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পরে নিম্ন আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে সমন জারি করেন।