এবার দক্ষিণ আফ্রিকা বধের মিশন
ভারতের বিপক্ষে দারুণ সাফল্যের সিরিজ শেষ হয়েছে দুই দিন আগে। এর রেশ কাটতে না কাটতেই মাশরাফিদের নেমে পড়তে হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে। চারদিনের বিশ্রাম শেষে সোমবার থেকে আবার শুরু হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি। এবার তাঁরা নামবে দক্ষিণ আফ্রিকা বধের মিশনে।
দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট সিরিজ খেলতে ৩০ জুন বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। সে লক্ষ্যে মাঝখানে অল্প কয়দিনের বিশ্রাম শেষে আবার মাঠে নেমে পড়তে হচ্ছে ক্রিকেটারদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সোমবার থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রস্তুতি। হাতে সময় কম তাই অল্প কয়দিনের বিশ্রাম শেষেই ক্রিকেটারদের প্রস্ততিতে নেমে পড়তে হচ্ছে।’
গত ২৪ জুন শেষ হয়েছে ভারতের বিপক্ষে সিরিজ। একটি মাত্র টেস্টে ড্র এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১-এ জিতেছে বাংলাদেশ। টিম ইন্ডিয়ার বিপক্ষে এই প্রথম সিরিজ জিতেছে বাংলাদেশ।
এই অসাধারণ সাফল্যে উজ্জীবিত বাংলাদেশ এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার মোকাবিলায় নামবে। ৫ জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।
দুটি টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচটি হবে ৭ জুলাই ঢাকাতেই। ১০, ১২ ও ১৫ জুলাই হবে তিনটি ওয়ানডে। প্রথম দুটি ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এবং তৃতীয় ম্যাচটি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
সিরিজের প্রথম টেস্টও হবে চট্টগ্রামে। ২১ থেকে ২৫ জুলাই। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, ৩০ জুলাই থেকে ৩ আগস্ট।