সবার ভালোবাসায় ফেসবুকে ফিরলেন মাশরাফি
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অফিসিয়াল ফেসবুক পেজ আবারও উন্মুক্ত হয়েছে। আজ বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে নিজের ফেসবুক পেজ খুলে দেন মাশরাফি।
নিজের পেজে মাশরাফি লিখেন, ‘সবার ভালোবাসায় পেইজটা না খুলে আর পারলাম না। সাম্প্রতিক কিছু ঘটনার কারণে ভেবেছিলাম বন্ধ থাকুক। কিন্তু সবাই আর সেটা হতে দিল না। হ্যাঁ, আপনাদের ভালোবাসায় তো আমাদের এত দূর আসা। আশা করি কেউ কাউকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
গত রোববার সকাল থেকে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মাশরাফির অফিসিয়াল ফেসবুক পেজে প্রবেশ করা যাচ্ছিল না। মাশরাফি নিজে কিছু না বললেও তাঁর সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানিয়েছেন, ক্রিকেট তারকা নাসির হোসেনের সঙ্গে ঘটনার প্রতিবাদেই মাশরাফি নিজের ফেসবুক পেজ বন্ধ রেখেছেন।
সম্প্রতি ভারতের সঙ্গে দুর্দান্ত সিরিজ জয়ের পর ছোট বোনের সঙ্গে বিমানে করে বাড়ি যাচ্ছিলেন নাসির হোসেন। বোনের আবদার মেটাতে একটা সেলফি তুলে তা ফেসবুক পেজে দিয়েছিলেন। এরপর কয়েকজন ব্যক্তি ওই ছবির নিচে অশালীন মন্তব্য করেন। মর্মাহত নাসির পরে সেই ছবি ফেসবুক থেকে সরিয়ে নেন।