প্রোটিয়াদের বোলিংকে মাশরাফির সমীহ
টি-টোয়েন্টি যে ব্যাটসম্যানদের খেলা, ক্রিকেটে এমন কথাই প্রচলিত। মাশরাফি বিন মুর্তজা অবশ্য মনে করেন বোলাররাও টি-টোয়েন্টিতে ম্যাচ জেতাতে সক্ষম। বাংলাদেশ অধিনায়কের ধারণা, রোববার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বোলাররা ব্যবধান গড়ে দিতে পারেন। প্রোটিয়াদের বোলিং আক্রমণকে সমীহও করছেন তিনি।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি উপলক্ষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘শুধু ব্যাটসম্যানরা নয়, সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বোলাররাও বড় পার্থক্য গড়ে দিতে পারে। আমাদের বোলারদের সেই সামর্থ্যও আছে।’
মাশরাফির কণ্ঠে অবশ্য প্রতিপক্ষের বোলিং সম্পর্কে যথেষ্ট সমীহ, ‘বলতে দ্বিধা নেই দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ খুবই শক্তিশালী। তাদের বোলারদের মুখোমুখি হওয়া যে কোনো দলের ব্যাটসম্যানদের জন্যই কঠিন। তাই প্রোটিয়া বোলারদের সতর্কতার সঙ্গে খেলতে হবে আমাদের।’
ভারতকে পেস আক্রমণ, বিশেষ করে মুস্তাফিজুর রহমানের তোপের সাহায্যে হারালেও দলের স্পিন আক্রমণ নিয়েও আশাবাদী মাশরাফি, ‘আমাদের স্পিন আক্রমণ যথেষ্ট ভালো। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের বিপক্ষে তারা ভালো করবে বলে আমার বিশ্বাস। স্পিনারদের হাত ধরে এই সিরিজে সাফল্য পাওয়া সম্ভব।’