নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ
দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের বিপক্ষে অসাধারণ সাফল্যে বাংলাদেশ দল এখন দারুণ উজ্জীবিত। এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। সাফল্যের ধারাবাহিকতায় প্রোটিয়ারাও কি ‘বধ’ হবে? মাশরাফি বিন মুর্তজা মনে করছেন, দক্ষিণ আফ্রিকানদের হারানো এত সহজ হবে না। বাংলাদেশ দলের অধিনায়কের বিশ্বাস, সিরিজটা যেহেতু নতুন, তাই চ্যালেঞ্জটাও তাঁদের জন্য নতুন।
রোববার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দুই দল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলন মাশরাফি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার শক্তিমত্তা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তারা খুবই শক্তিশালী দল। এটা আমাদের জন্য নতুন সিরিজ। তাই চ্যালেঞ্জটাও নতুন। মাঠে ভালো খেলেই এই চ্যালেঞ্জে আমাদের জয়ী হতে হবে।’
টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। ৪২টি ম্যাচ খেলে জয় মাত্র ১২টি। দক্ষিণ আফ্রিকার কাছে আগের দুই ম্যাচের দুটোতেই হার মানতে হয়েছিল। এবার চিত্রটা বদলাতে দৃঢ়প্রতিজ্ঞ মাশরাফি, ‘এটা সত্যি যে টি-টোয়েন্টি ফরম্যাট আমরা এখনো ভালোভাবে রপ্ত করতে পারিনি। তাই টি-টোয়েন্টিতে আমাদের রেকর্ডও খুব একটা ভালো না। তবে সাফল্য দিয়েই এই পরিসংখ্যান বদলানো সম্ভব।’
পাকিস্তান ও ভারতকে টানা দুটো ওয়ানডে সিরিজে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও বাংলাদেশ অধিনায়কের অভিমত, ‘ভারত-পাকিস্তানের বিপক্ষে আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি। তবে সেসব অর্জন এই সিরিজে খুব একটা কাজে আসবে বলে মনে হয় না। তবে হ্যাঁ, আগের সিরিজগুলোতে যেভাবে খেলেছি সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হলে আশা করছি আবারও সাফল্য পাব।’