পিচ নিয়ে দুশ্চিন্তায় প্রোটিয়া অধিনায়ক
সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশে খেলার তেমন অভিজ্ঞতা নেই। তাই এখানকার পিচ সম্পর্কেও খুব একটা ধারণা নেই তাদের। আর এ কারণেই অতিথিদের টি-টোয়েন্টি অধিনায়ক ফাফ ডু প্লেসি পিচ নিয়ে দুশ্চিন্তায়।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি উপলক্ষে সংবাদ সম্মেলনে ডু প্লেসি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে পিচ একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বাংলাদেশের মাটিতে সাম্প্রতিক সময়ে আমাদের খেলা হয়নি। তাই তাদের পিচ সম্পর্কেও খুব একটা ধারণা নেই। আশা করি ভালো একটা পিচে খেলা হবে। আর ম্যাচটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
হাতে কয়েকদিন সময় পাওয়ায় এখানকার কন্ডিশনের সঙ্গে কিছুটা মানিয়ে নিতে পেরেছেন বলে জানালেন এই আক্রমণাত্মক ব্যাটসম্যান, ‘বাংলাদেশে বেশ কয়েকটা প্র্যাকটিস সেশন পেয়েছি। তা ছাড়া একটা প্রস্তুতি ম্যাচও খেলেছি। তাই এখানকার পরিবেশের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পেরেছি আমরা।’
প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার একাদশ কেমন হতে পারে? এমন প্রশ্নের জবাবে ডু প্লেসি বলেন, ‘আসলে পিচের চরিত্রের ওপরই নির্ভর করবে একাদশ কেমন হবে। তবে আমার মতে, এখানকার পিচের জন্য দুজন স্পিনার ও তিনজন পেসার নিলেই ভালো হবে।’
প্রস্তুতি ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলেছেন এবি ডি ভিলিয়ার্স। রোববার এই বিধ্বংসী ব্যাটসম্যানের ভূমিকা সম্পর্কে প্রশ্ন রাখা হলে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘ডি ভিলিয়ার্স উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নামবেন কি না সেই সিদ্ধান্ত এখনো হয়নি। তবে তার টপ অর্ডারে খেলা মোটামুটি নিশ্চিত।’