আরেকটি হারে হতাশ মাশরাফি
দক্ষিণ আফ্রিকার কাছে দুটি টি-টোয়েন্টিতেই হার মেনেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫২ রানের পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ৩১ রানে। টানা দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হওয়া স্বাভাবিকভাবেই হতাশ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের শট সিলেকশনে ভুল ছিল। যে কারণে বেশ কয়েকটি উইকেট বিলিয়ে দিয়েছি আমরা। শুরুটা ভালো হলেও কয়েকটি উইকেট হারিয়ে ফেলার পর আমরা আর ঘুরে দাঁড়াতে পারিনি। আসলে দিন খারাপ গেলে সব কিছুই খারাপ হয়।’
এই হারের জন্য ব্যাটসম্যানদেরই দায়ী করছেন বাংলাদেশ অধিনায়ক, ‘লক্ষ্য কঠিন হলেও ভালো কয়েকটা জুটি গড়তে পারলে ম্যাচটা জেতা সম্ভব হতো। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ধৈর্য্যের পরিচয় দিতে পারেনি। তাই আবারও হার মানতে হয়েছে আমাদের।’
অবশ্য বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করলেন মাশরাফি, ‘ব্যাটিংয়ে ভালো করতে না পারলেও বোলিং যথেষ্ট ভালো হয়েছে। তবে আরেকটু উন্নতি করতে পারলে ওয়ানডে সিরিজে অনেক লাভ হবে।’
এই সিরিজে দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত ফিল্ডিং দু দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে বলে মনে করেন দেশের অন্যতম সেরা পেসার, ‘দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ও বোলিং অবশ্যই ভালো।। তবে তাদের ফিল্ডিং আমাদের সঙ্গে ব্যবধান অনেক বাড়িয়ে দিয়েছে। অবশ্য আমাদের ফিল্ডিং যে খুব খারাপ হয়েছে তা বলছি না।’
এই ম্যাচেও রান না পাওয়ায় মুশফিকের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। মাশরাফির অবশ্য মুশফিকের ওপর আস্থার অভাব নেই, ‘মুশফিকের রান-খরা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। একজনের পক্ষে তো সব সময় ভালো করা সম্ভব নয়। আশা করি দ্রুত মুশফিক রানে ফিরবে, আর তার হাত ধরে আমরা জয়ের দেখা পাব।’