সিরিজ জিতেও বাংলাদেশকে সমীহ ডু প্লেসির
টানা দ্বিতীয় ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই সাফল্যে আনন্দিত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে রায় দিচ্ছেন নির্দ্বিধায়। তাঁর মতে, ঘরের মাঠে বাংলাদেশকে হারানো সহজ কথা নয়।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে ডু প্লেসি বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ বরাবরই শক্তিশালী দল। তাদের বিপক্ষে সিরিজ জিততে অনেক ঘাম ঝরাতে হয়েছে আমাদের। পাকিস্তান ও ভারতের মতো দলের বিপক্ষে অসাধারণ সাফল্য পাওয়া বাংলাদেশকে এই মুহূর্তে হারানো সোজা কথা নয়।’
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়কের ধারণা, আইপিএলে খেলার অভিজ্ঞতা এই সিরিজে তাদের অনেক কাজে দিয়েছে, ‘আইপিএলে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটার খেলেন। এই অভিজ্ঞতার কারণে বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজে সাফল্য পেতে সুবিধা হয়েছে।’
প্রথমটির চেয়ে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ভালো খেলেছে বলে মনে করেন ডু প্লেসি, ‘প্রথম ম্যাচে বাংলাদেশ যা খেলেছে, তার চেয়ে আজ অনেক ভালো খেলেছে। তাই এই ম্যাচ জিততে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ওয়ানডে সিরিজ আমাদের জন্য আরো চ্যালেঞ্জিং হবে।’
দ্বিতীয় টি-টোয়েন্টির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এডি লেইয়া। অভিষেকেই ১৬ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ খুশি এই লেগস্পিনার, ‘দলের জয়ে মূল্যবান অবদান রাখতে পেরেছি বলে খুব ভালো লাগছে। এই সাফল্য ভবিষ্যতে ভালো করার প্রেরণা জোগাবে। আমার লক্ষ্য, ধারাবাহিকতা ধরে রাখা।’
দক্ষিণ আফ্রিকা দলের আরেক লেগস্পিনার ইমরান তাহিরের চেয়ে তিনি অভিজ্ঞতায় অনেক পিছিয়ে। তাহিরকে প্রতিদ্বন্দ্বী মনে করেন কি না- এমন প্রশ্নের জবাবে লেইয়া বলেন, ‘ইমিকে (ইমরান তাহির) প্রতিদ্বন্দ্বী ভাবার প্রশ্নই ওঠে না। তিনি অসাধারণ বোলার। তাঁর মতো হতে হলে আমাকে আরো অনেক পরিশ্রম করতে হবে।’